ফটিকটায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, কুমারঘাট।।।মুখ‍্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঙ্গলবার উদ্বোধন করলেন ফটিকরায় প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রের নব নির্মিত বাড়ির। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রের নব নির্মিত পাকা বাড়ির উদ্বোধন এর পাশাপাশি মুখ‍্যমন্ত্রী এদিন ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাসের উদ্ব‍্যাগে আয়োজিত অটল স্মৃতি নক আউট ফুটবল টুনামেন্টের ও উদ্বোধন করেন।

এদিন ফটিকরায় প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রের উদ্বোধন করে বক্তব‍্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এর আমলে স্বাস্থ‍্য পরিসেবার উন্নতি হয়েছে। এখন চিকিৎসার জন‍্য রোগীদের বাহিরে খুব একটা যেতে হয় না।

Dainik Digital: