প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক!!

প্রয়াত হয়েছেন বামুটিয়া কেন্দ্রের প্রাক্তন বাম বিধায়ক হরি চরণ সরকার। এই কেন্দ্রে তিনি পাঁচ বারের বিধায়ক ছিলেন। তাঁর মরদেহ বিধানসভা প্রাঙ্গণে নিয়ে এলে শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাত, স্পীকার রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।

Dainik Digital: