প্রয়াত নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র!!

অনলাইন প্রতিনিধি :-না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার ১২ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। জানা যাচ্ছে, বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে। গত ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি প্রয়াত নাট্যকার অভিনেতাকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। পারিবারিক সুত্রে জানা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। হার্ট ঠিক ঠাক পাম্প করছে না। ওষুধের সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তার পর একবার সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোজ মিত্র। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত্‍।

Dainik Digital: