প্রাকপুজো সংস্কার, রবিবার বিদ্যুৎহীন থাকবে আগরতলা।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্য বিদ্যুৎ নিগমের তরফে প্রাকপুজো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য এই কাজ শুরু হবে। প্রায় প্রতি বছরের মতো এবারও এর ব্যতিক্রম হবে না। প্রাকপুজো সংস্কারের অঙ্গ হিসাবে মূলত জঙ্গল কাটা হবে।ভূতলের উপরে থাকা বিদ্যুৎ সরবরাহকারী তারের সঙ্গে লেগে থাকা অথবা অচিরেই লেগে যেতে পারে এমন লতাপাতা, গাছপালার ডাল ইত্যাদি কেটে ফেলা হবে প্রাকপুজো সংস্কারের সময়। পাশাপাশি এগারো কিলোভোল্ট ক্ষমতার বিদ্যুৎ সরবরাহকারী ব্যবস্থার অল্পবিস্তর মেরামত করা হবে প্রয়োজনের ভিত্তিতে।রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ অন্যান্য অংশেও চলবে এই কাজ। পুজোর সময় বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রাখতেই এই উদ্যোগ বলে খবর। আগরতলা শহরের মূল এলাকা নিয়ে গঠিত বনমালীপুরস্থিত রাজ্য বিদ্যুৎ নিগমের ১ নম্বর বিভাগের উদ্যোগে এই প্রাকপুজো সংস্কার শুরু হবে রবিবার ২০ আগষ্ট।এ দিন নিগমের ১ নম্বর বিভাগের আওতাধীন (তিনটি উপ বিভাগ) চারটি উপ বিভাগের সমপরিমাণ এগারো কিলোভোল্ট ফিডার এলাকায় প্রাকপুজো সংস্কার চলবে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
এসব উপবিভাগের মধ্যে রয়েছে বনমালীপুর ১ ও ২ নম্বর উপবিভাগ, প্রগতি এবং আইজিএম ৪ নম্বর উপবিভাগ।বনমালীপুর ১ নম্বর বিভাগের আওতায় থাকা বনমালীপুর, ২ নম্বর উপবিভাগের মহারাজগঞ্জ বাজার, প্রগতি উপবিভাগের বিদুরকর্তা এবং আইজিএম উপবিভাগের জয়পুর এগারো কিলোভোল্ট ফিডার রয়েছে। বনমালীপুর ১ নম্বর উপবিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় রবিবার ২০ আগষ্ট সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কেননা, এই সময়ে চলবে প্রাকপুজো সংস্কার। লালবাহাদুর, ভগবান ঠাকুর, ভলকান ক্লাব, বোধজং বালিকা বিদ্যালয়, পূর্বাশা, জেল আশ্রম রোড, হরিজন কলোনি, ধলেশ্বর ৪, ৫ ও ৬ নম্বর রোড ও প্রাচ্যভারতী বিদ্যালয় এলাকা রয়েছে নিগমের সংস্কার এবং মেরামতির জন্য নির্দিষ্ট
অংশে। পাশাপাশি বনমালীপুর ২ নম্বর উপবিভাগের আওতাধীন চিত্তরঞ্জন রোডের পশ্চিমাংশ, নেতাজী সুভাষ রোড, নেতাজী চৌমুহনী, কলাপট্টি, দাসপট্টি, গোলবাজার, গ্র্যান্ডিউস ক্লাব, বসাক গলি, টাউন প্রতাপগড়, মহারাজগঞ্জ বাজার বিপণীবিতান এলাকায় উল্লেখিত দিন ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।অনুরূপভাবে প্রগতি উপবিভাগের বিদুরকর্তা ফিডারের শংকর চৌমুহনী, বিজয় কুমার চৌমুহনী, কদমতলি, বিদুরকর্তা চৌমুহনী, কদমতলি, ব্যানার্জিপাড়া, পুরাতন কালীবাড়ি লেন, টিআরটিসি চৌমুহনী, সৎসঙ্গ চৌমুহনী, ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট চৌমুহনী, জজ কোয়ার্টার্স, সুপারি বাগান, রামনগর ৪ নম্বর গলির উত্তর দিক ও ৬-এর শেষ প্রান্ত, নতুন পল্লি এবং ছাত্র সংঘ এলাকায় প্রাকপুজো সংস্কারের কারণে রবিবার প্রায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই ঘটনা ঘটবে আইজিএম উপবিভাগের জয়পুর এগারো কিলোভোল্ট ফিডার এলাকায়। এর মধ্যে রয়েছে গোলচক্কর, দক্ষিণ রামনগর, গজারিয়া, জয়পুর চৌমুহনী, রাজনগর, বটতলা সুপার মার্কেট, পোনা বাজার, বটতলা মহাশ্মশান, দশমীঘাট, মহেন্দ্র কোম্পানি, পিএসি ইটভাটা এবং জয়নগর ৬ নম্বর গলি ও বটতলা লাজারের অংশবিশেষ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

8 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

8 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

10 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

10 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

11 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

12 hours ago