দৈনিক সংবাদ অনলাইন।। দিনের পর দিন অঙ্গনওয়াড়ি সেন্টার থাকছে তালা বন্ধ। দিদিমণির দেখা মিলছে না। স্বভাবতই সরকারের পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন প্রশ্নের মুখে। জনজাতি এলাকার দরিদ্র পরিবারগুলার ছেলেমেয়েদের এই পুষ্টি প্রকল্প নিয়ে রীতিমত ছেলে খেলা করছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ এলাকা জুড়ে। ঘটনা তেলিয়ামুরা মহকুমার মুংগিয়াকামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত প্রজা বাহাদুর মলসুম পাড়ায়। ওই পাড়ার মিত্র হাম অঙ্গনওয়াড়ি সেন্টারের দুরবস্থা নিয়ে সরব এলাকাবাসী। খোঁজ নিয়ে জানাযায়, দিনের পর দিন বলতে গেলে মাসের পর মাস সংশ্লিষ্ট সেন্টারটি তালা বন্ধ থাকে।
এলাকার প্রাথমিক শিক্ষা সহ ছোট ছোট ছেলেমেয়েদের পুষ্টিগত মান বজায় রাখার জন্য সরকারের এই ব্যবস্থাপনা কেন থমকে রয়েছে তার জবাব চাইছেন গিরিবাসীরা। সংশ্লিষ্ট দিদিমনি দু-তিন মাসে একবার এসে দু তিন কেজি করে চাল ডাল দিয়ে নিজের দায়িত্ব শেষ করছেন। মাশান্তে নিশ্চিন্তে নিজের মাসোয়ারা গুনছেন।
এলাকার বাস্তবিক চিত্র প্রমাণ করে এমনিতেই ভৌগলিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই প্রজা বাহাদুর মলসুম পাড়া। দিনের পর দিন এভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার তালা বন্ধ থাকার ফলে আগামী দিনে মানব সম্পদ বিকাশের ক্ষেত্রে যে নিশ্চিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে এলাকা জুড়ে দাবি উঠছে, সরকার কিংবা প্রশাসন যেন অতি দ্রুত এই বিষয়ে সজাগ দৃষ্টি প্রদান করে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…