প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা!!

অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়েছে নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকা। সেই সঙ্গে চলেছে প্রবল বৃষ্টি। এর জেরে রাজধানীর বিস্তীর্ণ এলাকা রবিবার ভোর থেকেই জলমগ্ন হয়ে রয়েছে। উড়ান পরিষেবাও ব্যাহত হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। ৪০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার দাপটে উড়ানের ওঠানামায় সমস্যা হয়েছে। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়ার মতো একাধিক উড়ান সকাল থেকে বাতিল করা হয়েছে। পাশাপাশি সময়সূচির বদলও হয়েছে।

Dainik Digital: