সামনেই ২০২৩ বিধানসভা নির্বাচন। হাতে গোনা আর মাত্র ২ মাস বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হবে ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে শাসকদল বিজেপি। ২০২৩ এর নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছে শাসকদল।
উল্লেখ্য, মহাকরণ সূত্রে খবর আগামী ১৮ ই ডিসেম্বর রাজ্য সফরে আসতে পারেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
তবে প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্য্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য প্রভারি ডঃ মহেন্দ্র সিং সহ অন্যান্য কার্যকর্তারা।
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…
অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…
যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…