প্রদ্যোতের ঘরে নাড্ডার সভা!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। রবিবার রাজ্যে এসে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামীকাল সোমবার খুমলুঙে তাঁর জনসভা।জনসভাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে খুমলুঙে।

শুধু তাই নয়, নাড্ডার সভাকে সফল করে তুলতে গত ক’দিন ধরে রাজ্য বিজেপির সকল স্তরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পাহাড়ে জনজাতিদের মধ্যে ব্যাপক প্রচার সংগঠিত করা হয়েছে।

শেষ বারের মতো রবিবার জনসভার প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুমুলুঙে নাড্ডার সভা করার সিদ্ধান্তকে তাৎপর্য বলে মনে করা হচ্ছে। কেননা, রাজ্য বিধানসভা নির্বাচন আর খুব একটা বেশি দূরে নয়।

Dainik Digital: