অনলাইন প্রতিনিধি :- উচ্চ আদালতের হস্তক্ষেপ ও মধ্যস্থতায় বুধবার প্রথম বৈঠকে টিসিএ নিয়ে বিরোধের জট পুরোপুরি কাটেনি। আগামীকাল ফের বিচারপতি অরিন্দম লোধ চেম্বারে সব পক্ষকে নিয়ে শুনানি গ্রহণ করবেন। আগামীকাল দুপুর একটায় ফের টিসিএর সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি শ্ৰী লোধ।তবে বুধবার টিসিএর সকল পক্ষের সাথে কথা বলার পর উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন, তাতে টিসিএ নিয়ে শাসক দলের দুই প্রভাবশালীর গোষ্ঠীর বিরোধ মীমাংসার ইঙ্গিত পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সচিব তাপস ঘোষ টিসিএর সংবিধান মোতাবেক সভাপতিকে সহায়তা করবেন।সভাপতিও তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে কোনও ধরনের তদন্ত করার ক্ষেত্রেও সচিব এবং অন্য কারোর আপত্তি থাকবে না।এছাড়াও উচ্চ আদালত যদি একজন অ্যাম্বুডসম্যান ও এথিক্স অফিসার নিযুক্ত করে, তাহলেও সভাপতি এবং সচিবের কোনও আপত্তি থাকবে না। এ ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। তবে জেনারেল বডির সদস্যরা একদিনের সময় চেয়েছেন, নিজেদের মধ্যে আলোচনার জন্য। তাই আগামীকাল ফের দুপুর একটায় বিচারপতি শ্রী লোধের চেম্বারে শুনানি হবে। আশা করা যায়, আগামীকালই টিসিএ নিয়ে চলতি বিরোধের মীমাংসা হতে পারে। তবে টিসিএর মাথায় প্রশাসক নিযুক্ত যে করা হবে না, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। কারণ টিসিএতে নির্বাচিত কমিটি রয়েছে। এখন দেখার আগামীকাল চূড়ান্ত নিষ্পত্তি হয় কিনা।
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…
অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…
যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…