Categories: Uncategorized

প্রতি বুথে ৩৭০ প্লাস, দলীয় সভায় নয়া টার্গেট বিপ্লবের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে
লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে,ততই রাজনৈতিক দলগুলির প্রচার তেজি হচ্ছে।শাসক বিরোধী সকলেই ভোট প্রচারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।একটাই লক্ষ্য গণদেবতাদের তুষ্ট করে যতটা সম্ভব নিজেদের অনুকূলে নিয়ে আসা।এই ক্ষেত্রে শাসকদল বিজেপি ভোট প্রচারে বিরোধী দলগুলোর চাইতে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,তার প্রধান প্রতিপক্ষ ইন্ডিয়া ব্লকের মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার চাইতে প্রচারে অনেকটা এগিয়ে আছেন।দলের সাথে সাথে তিনি নিজেও গোটা নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক প্রচার ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।বুধবার তিনি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত শ্রীনগর, কাঞ্চনমালা, গোপীনগর, কসবা গ্রাম পঞ্চায়েত গোলাঘাটি, চারটি সাংগঠনিক বৈঠক করেছেন। বিকেলে ১৪-বাধারঘাট বিধানসভায় হাপানিয়া চৌমুহনী থেকে বাধারঘাট চৌমুহনী পর্যন্ত বিশাল রোড শো এবং পদযাত্রা করেছেন। তার সাথে ছিলেন এলাকার বিধায়িকা মীনা রাণী সরকার।
সন্ধ্যায় বামুটিয়া বিধানসভা এলাকায় তিনটি দলীয় সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন।তার প্রতিটি সাংগঠনিক কর্মসূচিতেই দলীয় কর্মী ও কার্যকর্তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এদিন প্রতিটি সাংগঠনিক সভাতে শ্রীদেব দলীয় কার্যকর্তাদের সামনে নয়া স্লোগান তুলে ধরেছেন।তিনি এদিন বলেন, প্রতিটি বুথে এবার ৩৭০ প্লাস করতে হবে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি (পূর্ব-পশ্চিম) আসনে বিজেপি প্রার্থী যত ভোট পেয়েছিল, এবার দুই কেন্দ্রেই প্রতিটি বুথে গতবারের চাইতে ৩৭০ ভোট এবং তার বেশি পেতে হবে। তিনি বলেন, আমাদের দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ৩৭০ আসন জয়ের কথা বলেছেন।সহযোগী দলকে নিয়ে ৪০০ আসন পার করার টার্গেট দিয়েছেন।সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের প্রতিটি বুথেও এবার গতবারের চাইতে ৩৭০ ভোট এবং তার বেশি পেতে হবে।
উল্লেখ্য, এর আগে রাজ্যস্তরে দলের সাংগঠনিক সভায় শ্রীদেব বিরোধী প্রার্থীদের ভোটের সংখ্যা এক লক্ষের নীচে রাখার কথা বলেছিলেন। এই নিয়ে জলঘোলা হয়েছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে শ্রীদেবের এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে।কিন্তু নির্বাচন কমিশন শ্রীদেবের এই ধরনের বক্তব্যে আপত্তিজনক কিছু খুঁজে পায়নি।এই প্রসঙ্গে পরবর্তীকালে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিরোধীদের নিশানা করে বলেন,আমি বিজেপি দলের প্রার্থী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন সৈনিক।আমি তো মনে প্রাণে চাইবো বিরোধী প্রার্থীকে যেন জনগণ একটিও ভোট না দেয়।বুধবার কার্যকর্তাদের নয়া টার্গেট বেঁধে দিলেন শ্রীদেব।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

7 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

7 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

17 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago