পুলিশ বিভাগে পাকাপাকি নিয়োগের ভাবনা? কুকুর নয়, অপরাধীকে ধরিয়ে দিল গরু!

এই খবর শেয়ার করুন (Share this news)

অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করেছে কুকুর, সেরকম ঘটনা হামেশাই দেখা যায়।কিন্তু তাই বলে গরু।কখনও শুনেছেন! পুলিশি তল্লাশি অভিযান সফলভাবে শেষ করার জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে গরুকে।আর তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায়। সেখানে ট্রাফিক আইন ভেঙে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশকে অভাবনীয় সাহায্য করেছে স্থানীয় গরুর দল।তাদের সহায়তাতেই লুকিয়ে থাকা গোপন আস্তানা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।আসলে হয়েছে কী, উত্তর ক্যারোলিনার বুন পুলিশ ডিপার্টমেন্ট জোশুয়া রাসেল নামে এক ব্যক্তির সন্ধানে তলাশি চালাচ্ছিল।রাসেল নাকি একটি ট্রাফিক সিগনালে আইন ভেঙে নিজের ইচ্ছে মতো ছুটছিল।তাকে ধরতে গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ তাড়া করেন পুলিশ আধিকারিকরা।কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে একটি গ্রাম্য খামার এলাকায় ঢুকে পড়ে। সেখানেই এক গোপন আস্তানায় লুকিয়ে পড়েছিল অভিযুক্ত।
তাকে খুঁজতে সেখানে হাজির হয়েছিলেন পুলিশের আধিকারিকরাও।তখনই ওই এলাকায় থাকা একদল গরু অদ্ভুতভাবে পুলিশকে পথ দেখিয়ে নিয়ে যায় রাসেলের লুকিয়ে থাকার জায়গায়।সেখান থেকেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পুরো ঘটনাটি বুন পুলিশ বিভাগের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করে জানানো হয়। ‘স্পষ্টতই গরুরা চায় না সন্দেহভাজন অপরাধীরা তাদের চারণভূমিতে লুকিয়ে থাকুক। তারা আমাদের অফিসারদের দ্রুত সন্দেহভাজন ওই অপরাধীর লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে দেয়।গরুগুলি পুলিশকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং তাদের অনুসরণ করেই আধিকারিকরা অভিযুক্তের লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। নিজেদের জীবন বিপন্ন করে এই কাজ করার জন্য আমরা যেমন আমাদের অফিসার এবং ডেপুটিতে ধন্যবাদ জানাতে চাই তেমনই সাহায্যের জন্য গরুদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই,’ পুলিশ বিভাগের পক্ষ থেকে লেখা হয় ওই ফেসবুক পোস্টে।গরুদের এই অপ্রত্যাশিত সাহায্য পাওয়ার পর পুলিশ বিভাগের তরফে এই বিষয়টি বিবেচনা করে দেখা শুরু হয়েছে।এমনকী, পুলিশ বিভাগে একটি বোভাইন ট্র্যাকিং ইউনিটও তৈরি করার কথা ভাবা হচ্ছে। তবে এর জন্য কয়েকটি বিষয় বিবেচনা করার প্রয়োজন রয়েছে। যেমন, বিভিন্ন ধরনের পুলিশি অভিযানের সঙ্গে গরু কতটা মানিয়ে নিতে পারে, সেটাই এখন যুক্তিতর্কের বিষয়। গরু পালনের খরচ নয়টি কুকুর পালনের খরচের চেয়ে কম।কিন্তু গরুর মতো বড় প্রাণীকে অকুস্থলে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

6 mins ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

35 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

55 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago