এই খবর শেয়ার করুন (Share this news)

পুরোনো মুখে আস্থা রাখলো সিপিএম। রাজ্য সিপিএমের রাজ্য কমিটির বৈঠক শেষে জাম্বো কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত কমিটিতে বেশিরভাগই প্রবীণ, পুরোনো।সিপিএমে এখনও তারুণ্যের জোয়ার নেতৃত্ব চোখে পড়ছে না। কেরল হোক বা বাংলা,কিংবা ত্রিপুরা – তিন রাজ্যেই সিপিএমের ভরসা সেই পুরোনো মুখ। দেশে বিজেপি জমানায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিপিএমের। কংগ্রেসের দিকে গোটা জীবনই পথ চেয়ে বসে থাকা সিপিএম কংগ্রেসের সাথে নিজেও ডুবেছে বিজেপি জমানায়। কেরালায়ও কোনওরকমে জ্বলছে সিপিএম। কিন্তু কতদিন কেরালায় সিপিএম ক্ষমতা ধরে রাখতে পারবে তা বলা মুশকিল। একটা সময় দেশে সিপিএম বেশ শক্তিশালী ছিল।
এক সময় লোকসভায় ৬২ জন সাংসদও ছিল বামেদের। তাদের এই ‘অহং’ ভাব ইউপিএ-১ জমানায় বেশি বেশি করে পরিলক্ষিত হয়েছিলো। শেষে ইউপিএ জমানায়ও কংগ্রেসের সাথে পুরো মেয়াদ ঘর করতে পারেনি সিপিএম। যার খেসারত গোটা দেশে আজও দিতে হচ্ছে সিপিএম তথা বামেদের। এরপর বাংলার চৌত্রিশ বছরের মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ২০১১ সালে। এরপর ত্রিপুরায় ২০১৮ সালে সিপিএমের ২৫ বছরের সাজানো বাগান ধ্বংস হয়ে যায়। ফলস্বরূপ এখনও ঘুরে দাঁড়াতে পারছে না বামেরা। ক্ষমতায় থাকাকালীনই বামেদের মধ্যে একটা নেতৃত্ব সঙ্কট তৈরি হয়। যেমন পশ্চিমবঙ্গে জ্যোতি বসু জমানার পর বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর সিপিএমের নেতা কে? সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা উঠে এলেও, এর পরবর্তীতে হালে মীনাক্ষী, ঐশী, শতরূপারা রয়েছেন দলে। কিন্তু এরপরেও সিপিএম কোন আশা দেখাতে পারছে না। ত্রিপুরায়ও একই হাল। ২৫ বছরের মধ্যে ২০ বছর রাজত্ব চালালেন মানিক সরকার। দ্বিতীয় কোনও নেতা নেই। যার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্য
নেতারা। আজও রাজ্য সিপিএম দ্বিতীয় কোন যুবনেতাকে মানুষের সামনে খাড়া করতে পারেনি।
গৌতম দাস, বিজন ধর-রা যতদিন জীবিত ছিলেন ততদিন ক্ষমতার স্বাদ নিয়েছেন। এর পরবর্তীতে অঘোর দেববর্মা, জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র কর, নারায়ণ কর-রা ছিলেন। বিজন ধরের পরবর্তীতে পার্টি সম্পাদক হন জিতেন চৌধুরী। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট করেও ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তিপ্রা মথা সরকারে যোগ দেওয়ায় সিপিএম বিরোধী দলের মর্যাদা পায়। বিরোধী দলনেতা হন জিতেন চৌধুরী। অর্থাৎ জিতেন চৌধুরী একাধারে বিরোধী দলনেতা এবং দলের রাজ্য সম্পাদকও। অর্থাৎ এক ব্যক্তি দুই পদ। এবারের রাজ্য সম্মেলনে ধরে নেওয়া হয়েছিল যে, জিতেন চৌধুরী হয়তো রাজ্য সম্পাদক থেকে সরতে পারেন, যেহেতু তিনি বিরোধী দলনেতাও। কিন্তু না, সিপিএম জিতেন চৌধুরীকেই শেষ পর্যন্ত রাজ্য সম্পাদক পদে বাছাই করল পরবর্তী তিন বছরের জন্য। এবং শুধু তাই নয়, সিপিএমের রাজ্য কমিটির দিকে তাকালেই দেখা যায় যে, পুরোনো মুখেই তারা ভরসা করেছে। দলে তারুণ্যের ভারসাম্য আনা হয়নি। চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও রেখে দেওয়া হয়।
সিপিএম বরাবরই বুড়োদের পার্টি হিসাবে খ্যাত। অন্যান্য দক্ষিণপন্থী দলগুলির মতো নয়, সিপিএম দলে তরুণ নেতা-নেত্রীদের যেন দল একটু ভরসা কম করে। চুলে পাক না ধরলে সিপিএমে তেমন কোনও নেতৃত্বের যোগ্যতা তৈরি হয় না বলেই নেতৃত্বের মত। এই অবস্থায় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকশেষে রাজ্য কমিটিতে ফের পুরোনোদেরই পুনর্বাসন মিললো। তুলনায় তরুণ প্রজন্ম নেই বললেই চলে। সিপিএমে রক্তক্ষরণ যেমন ঘটছে, সিপিএম নেতৃত্ব যদি অচিরেই নেতৃত্বে বড়সড় সংস্কার না আনে তাহলে এই রক্তক্ষরণ আগামীতে আরও বাড়বে। তা কেউ আটকাতে পারবে না। সিপিএম নেতৃত্ব কী চায় তা সিপিএমকেই ভাবতে হবে। দল কি ঘুরে দাঁড়াতে চায়? নাকি দল একের পর এক ভুলের মাশুল আরও দিতে চায় ভবিষ্যতে তা সিপিএমকেই ঠিক করতে হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

10 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

10 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

20 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

20 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

21 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

21 hours ago