পুরীর জগন্নাথ মন্দিরে মহিলা এবং বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হাতে চলেছে। দর্শনার্থীরা যাতে কোনও রকম সমস্যা ছাড়াই মসৃণ ভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। মহিলা এবং বয়স্কদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা করা যায় কি না, পরিকল্পনা চলছে। ’’নয়া পরিকল্পনা অনুযায়ী, নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র‌্যাম্প বানানো হবে। ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। দর্শনের নয়া নিয়ম ‘সাত পহচা’ হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টিদ্বার দিয়ে। মন্দির দর্শন শেষে গড়ুরদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের।

Dainik Digital: