পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন !

অনলাইন প্রতিনিধি :-রাত আনুমানিক ১২ টা নাগাদ, পুনের মন্ডই মেট্রো স্টেশনের নিচের তলায় ফোম জাতিয় দাহ্য সামগ্রীতে আগুন লেগে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথেই এবং প্রচুর পরিমাণে ধোঁয়াও বের হতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন ৷ ৫টি ইঞ্জিনের লাগাতর প্রচেষ্টায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীরা। মেট্রো স্টেশনের নিচের তলায় সে সময় ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে দমকল কর্মীরা নন-ব্রেথেবল ফায়ার এক্সটিংগুইশার এবং জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Dainik Digital: