পুনর্গঠন হচ্ছে কংগ্রেসের শাখা সংগঠন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহার নেতৃত্বে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা কংগ্রেস ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন সকল জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের প্রধান সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জেলা, ব্লক, মন্ডল ,বুথ কমিটি পুনর্গঠন করা হবে। এই কাজ আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে সম্প্ন্ন করা হবে। এর থেকে স্পষ্ট হয়ে গেছে, বীরজিৎ এবং কংগ্রেসের অন্য নেতাদের অনুগামীদের এবার ঢালাও হারে ছাঁটাই করা হবে।

তাদের জায়গায় স্হান পাবে বর্মন গোষ্ঠীর লোকেরা।

Dainik Digital: