পুত্রবধূর নির্যাতনে অতিষ্ঠ শ্বাশুড়ি থানার দ্বারস্থ!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, তেলেয়ামুড়া।। পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে থানার দ্বারস্থ হলো নির্যাতিত শাশুড়ি। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায়। তিন সন্তানের জননী অরুন্ধতী পাল (৬০) এদিন পুত্রবধূ রিনা রানী পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ মূলে পুলিশ পুত্রবধূ রিনা রানী পাল কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।

Dainik Digital: