অনলাইন প্রতিনিধি :- উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছয় জন পুণ্যার্থীর। বুধবার ভোরে হাওড়া-কালকা মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। জানা যায়, নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৬ জনের। এতজন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার খবরে মর্মাহত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসডিআরএফ এবং এনডিআরএফ দলগুলিকে উদ্ধার কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।