অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলির সাথে পরামর্শ করে বৃহস্পতিবার দুর্গাপুজোর প্রাক মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ৫০.৬৫ কোটি টাকার আর্থিক অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি জানান, কার্যত রাজ্যের মোট ১৪টি পুর সংস্থা এবং ছয়টি নগর পঞ্চায়েত এলাকার মধ্যে স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য মোট ১২ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এতে থাকবে পানীয় জল, জল নিষ্কাশন, রাস্তা নির্মাণ, মূলধন সম্পদের রক্ষণাবেক্ষণ, জলাশয়ের সংরক্ষণ ও উন্নয়ন, নবনির্মিত ওয়ার্ড, নগর পঞ্চায়েতগুলিতে রাস্তা আলো, অনলাইন পরিষেবা প্রদান, বৈদ্যুতিক শ্মশান নির্মাণ ইত্যাদি। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন জেলাশাসককে নানা ধরনের স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য ৯.৩৭কোটি টাকার একটি পৃথক অনুমোদনও দেওয়া হয়েছে এদিন। এছাড়া রাজ্যের ছয়টি আরডি ডিভিশন যেমন তেলিয়ামুড়া, অমরপুর, কুমারঘাট, কাঞ্চনপুর, সাতচান্দ, শান্তিরবাজারকে পূর্ব-অনুমোদিত বিভিন্ন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ৯.২৮ কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শহর আগরতলার ক্ষেত্রে দুর্গা চৌমুহনী থেকে লেক চৌমুহনী, লেক চৌমুহনী থেকে রাধানগর ও বুদ্ধমন্দির হয়ে রাধামাধব উন্নয়ন সংঘ এবং প্রগতি স্কুল থেকে বুদ্ধমন্দির হয়ে ক্যান্টনমেন্ট সড়কের উন্নয়নের জন্য ১৭.৩৮ কোটি টাকা ব্যয় মঞ্জুর করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের (স্কুল এমডিএম) আওতায় কর্মরত ১১,১৫০ জন রাঁধুনি-কাম-সহায়ক কর্মীদের জন্য ফেস্টিভল গ্র্যান্ট বাবদ ২,৩১০ টাকা করে মোট ২.৫৮ কোটি টাকা এবং প্রাথমিক শিক্ষা বিভাগের (পিএম-পোষণ) অধীনে ২৬ জন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বোনাস এবং অ্যাডভান্স বাবদ মোট ৩.৬০ লক্ষ টাকার অনুমোদন প্রদান করা হয়েছে।