অনলাইন প্রতিনিধি:-দুর্গাপুজোর মুখে আগরতলা সেক্টরে তিনটি বিমান বাড়ছে। পুজোতে যাত্রীভিড় কমাতে ইন্ডিগো দুটি ১৮০ আসনের এয়ারবাস ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৮২ আসনের বোয়িং বিমান দিচ্ছে। বর্ধিত বিমানের মধ্যে আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে যাতায়াতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি করে বিমান চালাবে কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিল। এখন নতুন করে ইন্ডিগো আগরতলা-দিল্লীর মধ্যে সরাসরি যাতায়াতেও বিমান চালু করার ঘোষণা দেয়। ১৮০ আসনের এই এয়ারবাস বিমানটি আগামী ষোল সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার যাতায়াত করবে। বিমানটি দিল্লী থেকে ৬ই ৫০৫৩ সকাল ৯টা ১০ মিনিটে আগরতলার উদ্দেশে রওনা হবে। বিমানটি আগরতলা পৌঁছবে বেলা ১১টা ৪৫ মিনিটে। আগরতলা থেকে ফিরতি বিমানটি ৬ই ৬৩৮৩ বেলা ১২টা ২৫ মিনিটে দিল্লীর উদ্দেশে রওনা হবে। দিল্লীতে পৌঁছবে বেলা ৩টা ২০ মিনিটে। ইন্ডিগোর এই বিমান ছাড়াও দিল্লী ও আগরতলার মধ্যে সরাসরি যাতায়াতে প্রতিদিন ১৮০ আসনের আরও একটি বিমান চালু রয়েছে। ফলে আগামী ষোল সেপ্টেম্বর থেকে এই রুটে সপ্তাহে তিনদিন আরও একটি বিমান চালু হলে রাজ্যের বিমানযাত্রীদের যাতায়াতে আরও সুবিধা বাড়বে। ইন্ডিগোর দাবি দুর্গাপুজোর মরশুমে দিল্লী রুটেও যাত্রীভিড় হয়। তাই যাত্রীভিড় কমাতে এই রুটে আরও একটি বিমান চালু করা হচ্ছে। এদিকে, আগরতলা-কলকাতা রুটের উভয়দিকেও যাতায়াতে পুজোর মরশুমে যাত্রীভিড় হয়। সে কথা মাথায় রেখে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি করে বিমান চালু করছে। এই রুটে বর্ধিত ইন্ডিগোর বিমানটি আগামী একুশ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। চলবে প্রতিদিন। বিমানটি কলকাতা থেকে ৬ই ৬১৭৩ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশে রওনা হবে। আগরতলায় পৌঁছবে রাত ৭টা ৪৫ মিনিটে। আগরতলা থেকে ফিরতি বিমানটি ৬ই ৬৭০৫ কলকাতার উদ্দেশে রওনা হবে রাত ৮টা ২০ মিনিটে। কলকাতায় পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে। এছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি এই রুটে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে আপাতত ছয় অক্টোবর পর্যন্ত চালু থাকবে। মূলত দুর্গাপুজো উপলক্ষেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটি চালু করা হচ্ছে। বিমানটি আগরতলা-কলকাতার মধ্যে যাতায়াত করবে বিকালের দিকে। সবগুলি বিমানের টিকিট বুকিংও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিমানবন্দর ও বিমান সংস্থা সূত্রের দাবি দিল্লী এবং কলকাতা রুটে বর্ধিত এই তিন বিমান দেওয়ায় পুজোর সময় যাত্রীভিড় তেমন হবে না। ইন্ডিগোর আগরতলা-কলকাতা রুটে আগামী একুশ সেপ্টেম্বর থেকে বিমান সংখ্যা বেড়ে দাঁড়াবে আট-এ। তার মধ্যে সকালের দিকে দুটি ৭৮ আসনের এটিআর বিমান রয়েছে। বাকি ছয় বিমান হলো ১৮০ আসনের এয়ারবাস। আগামী ১৯ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সংখ্যা এই রুটে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে তিন-এ। তিনটি বোয়িং বিমানই ১৭৬ আসন থেকে ১৮২ আসনের মধ্যে রয়েছে।