পুজোতে বিনামূল্যে বাস পরিসেবা

পুজোতে তিনটি রুটে বিনামূল্যে বাস পরিসেবা প্রদান করবে টিআরটিসি। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিসেবা প্রদান করা হবে। রুট গুলি হলো রানীরবাজার থেকে বটতলা,আগরতলা রেল স্টেশন থেকে বিমানবন্দর এবং সেকেরকোট থেকে কৃষ্ণনগর টিআরটিসি পর্যন্ত আসা যাওয়া করবে।

Dainik Digital: