Categories: বিনোদন

‘পিশাচের পিকনিক’

এই খবর শেয়ার করুন (Share this news)

ত্রিপুরার মাটি সঙ্গীত জগৎকে উপহার দিয়েছে শচীন কর্তা , ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এই উর্বর মাটি হতেই কোনও একসময় ছড়িয়ে পরে তানরাজ যদুভট্টের নাম। এই মাটির নতুন সম্ভাবনার নাম অভিষেক চৌধুরী। যদিও অভিষেক ত্রিপুরার ছেলে কিন্তু কর্মসূত্রে বর্তমানে কলকাতায়। কলকাতায় অভিষেক শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও পরিচালনার সঙ্গে যুক্ত। অভিষেকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি ‘টিকিল্যান্ড’। টলিউডে অভিষেক সুপরিচিত ও নিজের জায়গা বানিয়ে নিয়েছেন নিজের দক্ষতায়। গত ২২ এপ্রিল অভিষেক চৌধুরী নির্দেশিত ও শুভস্মিতা মুখার্জি প্রযোজিত মিউজিক ভিডিও ‘পিশাচের পিকনিক’ মুক্তি পায়। গানটি লিখেছেন ও সুরারোপ করেছেন হিল্লোল আচার্য্য। গানটির অভিনয়ে ছিলেন শুভস্মিতা মুখার্জি, অভিজিৎ সেন, মীর আশিফ ইকবাল, প্রিয়ব্রত নন্দী ও টোটন সম্মাদার। মায়ের চরিত্রে দীপান্বিতা চক্রবর্তী দারুণ অভিব্যক্তি দিয়েছেন। খল চরিত্রে মীর আশিফ ইকবাল ততটাই গ্রহণযোগ্য ও পেশাদার অভিনয় করেছেন। গানটির মূল চরিত্রে শুভস্মিতা মুখার্জি নিজেকে উজাড় করেই অভিনয় করেছেন। প্রতিটি অভিব্যক্তি নিখুঁত ও একদম মাপা। দেবজিত সেনগুপ্তের অসামান্য মিক্সিং মাস্টারিং ও অতন্দ্রিত রায়-এর বেহালায় মূর্ছনা গানটিকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে সাহায্য করেছে। সম্পূর্ণ গানটির ভাবনায়, নির্দেশনা ও চিত্র গ্রহণে ছিল অভিষেক নিজেই। অভিষেক একজন দক্ষ পরিচালকই নয়, অভিজ্ঞ চিত্রগ্রাহকও। গানের প্রতিটি ফ্রেমে ধরা পরে নান্দনিকতা। কালার কারেকশন ও এডিটিং এর ক্ষেত্রেও অভিষেক কতটা পারদর্শী, গানটি না দেখলে অনুমান করা যায় না। এক কথায় বলা যায়, একটি ছায়াছবি বানানোর জন্য প্রযুক্তিগত দিকগুলি অভিষেক নিজেই গুছিয়ে নিতে পেরেছেন। অভিষেক গানটির ভাবনার মধ্যে দিয়ে প্রতিবাদী নারী কন্ঠের উচ্চারণ করতে চেয়েছেন শুধু নয় সঙ্গে বলতে চেয়েছেন, নিজের সম্মান ও নিজের সম্ভ্রম বজায় রাখার যুদ্ধটা নারীদের নিজেকেই চালাতে হবে। ত্রিপুরার ছেলে ঘরে বাইরে নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন, শিল্প ও সংস্কৃতির আঙিনায় নিজেকে স্থাপন করেছেন, টলিপাড়ায় নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন যা ত্রিপুরার জন্য অবশ্যই গৌরবের। কিন্তু এর সঙ্গে আশা অবশ্যই থাকবে অভিষেক অদূর ভবিষ্যতে ত্রিপুরার মাটিতেও কিছু কাজ করবেন।
–সোমনাথ ভৌমিক

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

5 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

6 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

6 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

6 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

7 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago