পিপিপি মডেলে মেডিকেল কলেজ হচ্ছে ধলাইয়ে মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পর্যটন, স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। রাজ্যের বাঁশজাত সামগ্রীকে কেন্দ্র করেও বিনিয়োগের জোরালো আবহ তৈরি হচ্ছে।মঙ্গলবার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রজ্ঞাভবনে গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এ দিন আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে রাজ্যের মৌ স্বাক্ষরিত হয়।মোট ৩১২ কোটি ৩৮ লক্ষ টাকার সমঝোতাপত্র হয়েছে। অ্যাসপিরেশনাল জেলা ধলাইতে পিপিপি মডেলে একটি মেডিকেল কলেজ গড়ার জন্য ডেটন ন্যাচারাল রিসোর্স প্রাইভেট লিমিটেড ২৪৭ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছে।


মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা এ দিন কুমারঘাট, আর কে নগর এবং সাক্রমে বিনিয়োগের আগ্রহ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এ দিনের রাউণ্ড টেবিল বৈঠকে রাজ্য, দেশ এবং বিদেশের ১৪১টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যোগ দিয়েছে।বাংলাদেশ থেকেও বিনিয়োগকারীরা এসেছেন। তিনি বলেন, এ দিন মাত্র শুরু হয়েছে। আরও বড় পরিসরের বিনিয়োগ আসছে।বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্ট্যাট ক্যাপিট্যাল ইনভেস্টমেন্ট ভর্তুকি থেকে শুরু করে শিল্পোন্নয়নের ক্ষেত্রে ভর্তুকি, বিদ্যুৎ মাশুলে ভর্তুকি, কর্মবিনিয়োগে ভর্তুকি সহ অজস্র বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, অবস্থানের দিক থেকে যেভাবে রাজ্যের গুরুত্ব বাড়ছে তাতে অচিরেই ত্রিপুরা হবে বিজনেস হাব। তিনি বলেন,শিল্প স্থাপনের প্রাথমিক শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্য এখন জাতীয় সড়ক, রেলওয়ে, জলপথ, ইন্টারনেট সবক্ষেত্রেই এগিয়ে গেছে।এটাই উজ্জ্বল করেছে বাণিজ্যের সম্ভাবনা। আগামীদিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠছে রাজ্য। শিল্প ক্ষেত্রে এসব বিনিয়োগের ফলে বিশাল কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। এতে রাজ্যের আর্থ সামাজিক অবস্থারও সমান্তরালে উন্নতি হবে।এ দিনের সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক,মুখ্যসচিব জে কে সিন্হা, ডোনার সচিব লোক রঞ্জন, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা ছিলেন।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago