পানিসাগরে রাজ্যভিত্তিক ম্যারাথন পুরুষে সেরা নবজিৎ, মহিলায় লক্ষ্মীরাণী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রবিবার সকালে সম্পন্ন হলো পানিসাগরের নেতাজী নিউ ভয়েস ক্লাব আয়োজিত ৩২তম রাজ্যভিত্তিক উন্মুক্ত দুরপাল্লার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরুষ ও মহিলাদের মধ্যে ছিল চরম উৎসাহ। সকাল সাতটায় পানিসাগরের তিলথৈ গ্রামীণ ব্যাঙ্কের সম্মুখ থেকে শুরু হয় মহিলাদের ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতা।এতে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৮০ জন প্রতিযোগিনী। মহিলাদের বিভাগে প্রথম হয় টিএসএস- এর আগরতলার লক্ষ্মীরাণী ত্রিপুরা, নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে ২৪.৪১ মিনিট। দ্বিতীয় স্থান অধিকার করে সাইয়ের অনামিকা দেবনাথ অতিক্রমে সময় নিয়েছে ২৪.৫৭ মিনিট এবং তৃতীয় স্থান অধিকার করে ঊনকোটি ত্রিপুরার ফটিকরায়ের অনুশ্রী মালাকার, অতিক্রমে সময় নিয়েছে ২৬.০৩ মিনিট। অপরদিকে,সকাল সাড়ে সাতটায় শুরু ধর্মনগরস্থিত বটরশি এলাকার জোড় কালবার্ট থেকে পুরুষ বিভাগের ম্যারাথন দৌড় শুরু হয়। পুরুষ বিভাগে মোট ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বারো কিলোমিটার পথ অতিক্রম করে পানিসাগর মোটরস্ট্যান্ডে এসে প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রথম স্থান দখল করে কুমারঘাটের বিপ্লব রায়, নির্ধারিত দূরত্ব অতিক্রমে সে সময় নিয়েছে ৪০.৪৪ মিনিট। দ্বিতীয় স্থান অর্জন করে পশ্চিম ত্রিপুরার শান্তির বাজারের নবজিৎ দাস, অতিক্রমে সে সময় নিয়েছে ৪১.৫৫ মিনিট।তৃতীয় স্থান অর্জন করে সাইয়ের সৌরভ হুসেন, অতিক্রম সময় নিয়েছে ৪৩.১০ মিনিট।উভয় বিভগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী ও অধিকারিনীদের যথাক্রমে ল্যাপটপ, ৪২ ইঞ্চি স্মার্ট টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রেঞ্জার বাইসাইকেল ও বাইসাইকেল, স্ট্যান্ড ফেন সহ পুরুষ বিভাগে আরও আকর্ষনীয় ১৩ ও মহিলা বিভাগে আকর্ষনীয়, ৪৩টি পুরস্কার দেওয়া হয়। পতাকা নেড়ে পুরুষ বিভাগের দৌড়-এর সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং মহিলা বিভাগের দৌড়ের সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পাশাপাশি অগনিত দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল আকর্ষনীয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পানিসাগর টাউন হলে। এই পুরুস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত দেবনাথ, পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্য, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, পানিসাগর আরসিপিই এর প্রিন্সিপাল চিত্রজিৎ ভৌমিক।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

19 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

19 hours ago