পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই তাঁকে বহিষ্কার করা হয়। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে দাবী, পাক হাই কমিশনের ওই অফিসারের গতিবিধি তাঁর কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাক হাইকমিশনকে তাদের কর্মচারীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সে দেশের কোনও কূটনীতিকই তাঁর ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। আর তা নিশ্চিত করার দায়িত্ব হাই কমিশনকেই নিতে হবে।

Dainik Digital: