পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ২০ বার ভূকম্প!

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাত থেকে কুড়িবার কেঁপে উঠে পাকিস্তানের বৃহত্তম শহর করাচি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১ থেকে ৩.৬ পর্যন্ত। একসঙ্গে এতবার ভূমিকম্পের কারণে আরও বিপজ্জনক ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। মালির, লান্দি এবং কায়েদাবাদের মতো এলাকায় অনুভূত হয়েছে, যেগুলি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের কাছাকাছি অবস্থিত, যা প্রশ্ন তুলেছে যে ইসলামাবাদ কি তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে? পাকিস্তানের মালি এলাকায় সর্বোচ্চ ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মালি সংশোধনাগারের একটি দেওয়াল কম্পনের কারণে ভেঙে পড়ে। বিপর্যয়ের মাঝেই মালি সংশোধনাগার থেকে ২১৬ জন বন্দি পালিয়ে যায় বলে খবর।

Dainik Digital: