পাঁচ নয়, সাতও নয় — ট্রাম্পের নতুন দাবি, ধ্বংস হয়েছিল মোট আটটি যুদ্ধবিমান!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব আবারও নিজের ঝুলিতে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন নাকি তাঁরই হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধ থেকে পিছিয়ে আসে— এমন দাবি ট্রাম্প আগেও বহুবার করেছেন। তবে এবার সংখ্যার অঙ্কে নতুন পরিবর্তন এনে তিনি জানান, আগের মতো পাঁচ বা সাত নয়, আসলে আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। কোন দেশের বিমান তা অবশ্য এবারও স্পষ্ট করেননি তিনি।বুধবার মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি তখন ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তির আলোচনায় ছিলাম। হঠাৎ দেখি খবরের কাগজে শিরোনাম— দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে! সাতটি বিমান গুলি করে নামানো হয়েছে, আরেকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। প্রকৃতপক্ষে, আটটিই ধ্বংস হয়। তখনই আমি বলেছিলাম, যদি সংঘর্ষ না থামাও, আমি কোনও বাণিজ্যচুক্তি করব না।”ট্রাম্পের দাবি, শুরুতে দিল্লি ও ইসলামাবাদ তাঁর সেই হুঁশিয়ারি আমলে নেয়নি। “ওরা বলেছিল, যুদ্ধের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক কী? আমি বললাম, সম্পর্ক আছে— তোমরা দু’জনেই পারমাণবিক শক্তিধর দেশ। যদি যুদ্ধ করো, আমরা চুক্তি করব না।”এর পরদিনই নাকি দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। ট্রাম্প বলেন, “ফোনে খবর পেয়ে আমি বললাম— দারুণ! এবার চলো, চুক্তিটা সেরে ফেলি!”যদিও ট্রাম্পের এই বক্তব্য নতুন কিছু নয়। পুলওয়ামা ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখনও তিনি দাবি করেছিলেন যে, তাঁর মধ্যস্থতায় সংঘর্ষ থেমেছিল। ভারত অবশ্য বারবার জানিয়েছে, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মেনে নেয় না। পাকিস্তান অবশ্য প্রকাশ্যে আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছিল।
তবে মার্কিন প্রেসিডেন্টের বিমানসংখ্যার হিসেব যেন প্রতি বারই বদলে যায়— জুলাইয়ে বলেছিলেন পাঁচটি, অক্টোবরে সেটি বেড়ে হয়েছিল সাত। এবার তাঁর হিসেব অনুযায়ী, সংখ্যা আট।

Dainik Digital: