অনলাইন প্রতিনিধি:-বিতর্ক কাটিয়ে
রাজধানী আগরতলার পুরাতন রাজভবনের জমিতেই গড়ে উঠবে পাঁচতারা হোটেল।আনুমানিক আড়াইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এটি। শুক্রবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে তাঁর সরকারী বাসভবনে টাটা গ্রুপের সাথে এ সংক্রান্ত একটি চুক্তিপত্র ও স্বাক্ষরিত হয়। রাজ্য সরকারের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যেও হোটেল(আইএইচসিএল) কোম্পানির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস এতে স্বাক্ষর করেছেন।
চুক্তি সম্পাদিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন জানান, এই হোটেলের জন্য মৌ স্বাক্ষর রাজ্যের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিলো। চূড়ান্ত করার জন্য কিছুটা সময় লেগেছে ঠিকই তবে শেষ পর্যন্ত আজ টাটা গ্রুপের সঙ্গে রাজ্যের একটি ফাইভ স্টার হোটেলের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। তিনি জনান, গোটা ভারতবর্ষে তাদের এমন আরও ক’টি রাজকীয় হোটেল রয়েছে।এই হোটেলটি নির্মিত হলে ত্রিপুরায় প্রথম বারের মতো এ ধরনের বিশ্বমানের হোটেলের দ্বার উন্মোচন হবে। হোটেলটির নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস।তিনি বলেন,প্রস্তাবিত এই হোটেল চারটি এক্সক্লুসিভ রুম থাকবে। যেখানে থাকে রাজন্য আমলের ছোঁয়া। এছাড়া আরও অন্তত ১০০ টি ঘর থাকবে। টাটা গ্রুপের চেইন মারফত চার্টার বিমানে করে মানুষ এই হোটেলে থাকতে আসবেন।যা ত্রিপুরার মহারাজাদের সম্পর্কে বিশ্বের মানুষকে অবগত করতে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, এই হোটেল গড়ে তোলার পেছনে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পর্যটন শিল্পের উন্নয়ন। ত্রিপুরা রাজ্যের পর্যটনস্থলগুলি খুবই উৎকৃষ্ট মানের।যা অনেকেই জানেন না।আর এই হোটেল যারা থাকতে আসবেন তারা ভ্রমণের উদ্দেশে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেলে এতেই রাজ্যের পর্যটন সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।সেই সঙ্গে এই হোটেলের মাধ্যমে প্রায় ২০০ র মতো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…