Categories: বিদেশ

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভুট্টো।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।।  পাকিস্তান পিপলস পার্টির ( পিপিপি ) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দুই একদিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন । তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন । পাকিস্তানের নয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন ( ১৯ এপ্রিল ) বিলাওয়াল উপস্থিত ছিলেন । কিন্তু তিনি সেদিন শপথ নেননি ।সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেননি কেউ । তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খারা । পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই খবর আসছিল । পাকিস্তানের নয়া সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে বলে পিপিপি চেয়ারম্যান দেশে ফেরার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন । লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামার জামান কায়রা বলেন , পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ( পিএমএলএন ) সর্বোচ্চ নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল । এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন । পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পিএমএল – এন ও পিপিপি । নওয়াজ ও বিলাওয়ালের মধ্যে সবশেষ বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে , গণতন্ত্রের সাংবিধানিক বিজয়ের পর আইনের শাসন , পার্লামেন্টের কর্তৃত্ব প্রভৃতি বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন । সঙ্কট মোকাবিলায় তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন । বৈঠকে পিএমএল – এনের নেতৃত্ব দেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ । পিপিপির নেতৃত্বে ছিলেন বিলাওয়াল । সঙ্গে ছিলেন সিনেটর শেরি রেহমান , নাভিদ কামার ও কায়রা । উল্লেখ্য , বিলাওয়াল ভুট্টো হলেন পিপিপি – র প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর দৌহিত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর – পুত্র।

সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ১৯৭৭ এ জেনারেল জিয়াউল হক বন্দি করেন ভুট্টোকে । তারপর ফাঁসিতে ঝোলান ১৯৭৯ এ । তার এক ছেলে শাহনওয়াজ ভুট্টোর রহস্যমৃত্যু ঘটে ১৯৮৫ তে ফ্রান্সের কানে । অপর পুত্র মুর্তাজা ভুট্টো নিহত হয় কন্যা বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকার সময় । বেনজির ভুট্টো বিরোধী নেত্রী থাকার ২০০৮ রাওয়ালপিন্ডিতে নির্বাচনি ভাষণ দিয়ে গাড়িতে ওঠার সময় আততায়ীর গুলীতে নিহত হন।

Dainik Sambad

Share
Published by
Dainik Sambad

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

1 hour ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

1 hour ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

11 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

11 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

12 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

12 hours ago