অনলাইন প্রতিনিধি :-চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ের উৎসবের ভীড়ে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জেরে শনিবার পদত্যাগ করলেন দুই ক্রিকেট কর্তা। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম। উভয়েই কে এস সিএ সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।