পণ্যের বেলাগাম মূল্য, নির্বাক প্রশাসন

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রাকৃতিক বিপর্যয় এবং সড়ক ও রেলপথে ত্রিপুরা বিচ্ছিন্ন হবার সুযোগ নিয়ে রাজ্যের বাজারগুলিতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম । সবচেয়ে বেশি দাম বেড়েছে বহি : রাজ্য থেকে আসে এমন পচনশীল পণ্য ও সবজির । সুযোগ বুঝে পাইকারি ব্যবসায়ীরাই পণ্যের লাগামহীন দাম বাড়াচ্ছে বলে খুচরো বিক্রেতাদের অভিযোগ । চাল , ডাল , তেল , পেঁয়াজ , আলু সহ সব ধরনের পণ্যের দাম আকাশছোঁয়া । মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ব্যবস্থা নেই । ক্রেতাদের অভিযোগ , সব পণ্যেরই এক এক বাজারে এক একরকম দাম । যেমন ২৫ কেজি ওজনের কোনও একটি চালের বস্তার দাম আগরতলার বাজারে কোথাও ৯০০ টাকা আবার অন্য কোথাও ১০০০ টাকা । ব্যবসায়ীরা যার যেমন খুশি দাম হাঁকচ্ছেন । রেল ও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় বিক্রেতারাও আতঙ্কিত হয়ে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন ।

বাড়িতে নিত্যপণ্যের মজুত করতে পড়িমরি অবস্থা সাধারণ মানুষের । কিন্তু লক্ষণীয় ঘটনা হলো , নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে যেমন প্রশাসন নীরব দর্শক , তেমনি সড়কপথ কবে নাগাদ সচল হবে এবং পণ্যের পর্যাপ্ত জোগান আছে কি না এ সম্পর্কে জনসাধারণকে নিশ্চিত করতে নির্বাক ভূমিকা পালন করে চলেছে । রাজ্যের একমাত্র লাইফলাইন জাতীয় সড়ক অচল । রেলপথও এক মাসের বেশি সময় বন্ধ । বহি : রাজ্য থেকে বিকল ব্যবস্থায় প্রয়োজনীয় পণ্য আনতে প্রশাসনের বা সরকারের তরফে কী উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে সরকারী বিবৃতি এখন অবধি প্রচার হয়নি । ফলে সুযোগের সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা । পাশাপাশি জনগণের আতঙ্ক , উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আরও বেশি কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জনগণের পকেট লুটছে ।

জানা গেছে , জাতীয় সড়কের মেঘালয়ের লুমসনাং এলাকায় রাস্তা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে । সোনাপুর সহ একাধিক জায়গায় ধস পড়লেও সেগুলি দুয়েকদিনের মধ্যে সরানো সম্ভব হলেও নিশ্চিহ্ন রাস্তা সহজে তৈরি অসম্ভব । কারণ এখনও সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে । এ অবস্থায় আটকে পড়া বহু নিত্যপণ্যবাহী গাড়ি পুনরায় গুয়াহাটি ফিরে গেছে । এর মধ্যে ফল , পেঁয়াজ , আলু , ডিম , মাছ ইত্যাদি , পণ্যের গাড়িই বেশি বলে সেখানে আটকে পড়া ট্রাক চালকদের কাছ থেকে জানা গেছে । ফলে এসব পণ্যের সঙ্কট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে । ইতিমধ্যে বাজারগুলিতে আলুর দামও বৃদ্ধি পেয়েছে । দাম নিয়ন্ত্রণে রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলু বাজারে ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দিলেও এ ব্যাপারে সরকারী উদ্যোগ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে কিংবা কার্গো বিমানে জরুরি পণ্য আনার ব্যাপারেও সরকার কার্যকর পদক্ষেপ নিক চাইছে রাজ্যের আপামর মানুষ ।

Dainik Digital

Recent Posts

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

11 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

31 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago

যুদ্ধে ট্রাম্প কোথায়!!

যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…

2 hours ago