পঞ্চায়েত ভোট, মণ্ডলস্তরে তৎপরতা বাড়ালো বিজেপি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মণ্ডলভিত্তিক তৎপরতা শুরু করে দিয়েছে পদ্ম শিবির। বুথগুলিকে সুসংগঠিত করে তোলার লক্ষ্যে মণ্ডলস্তরের কর্মর্তাদের তোরজোর চলছে। পৃষ্ঠা প্রমুখদেরও তৃণমূল স্তরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত দায়িত্ব অর্পণ করা হয়েছে।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে সব জায়গাগুলিতে শাসক শিবিরে দুর্বলতা ধরা পড়েছে তা কাটানোর লক্ষ্যেও সমান্তরালে শুরু হয়েছে তৎপরতা। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরায় ১৬৯৫টি বুথের মধ্যে বিজেপি ১৬৭১টি বুথে জয়ী হয়েছে। ২৪টি বুথে বিরোধীরা এগিয়ে যেতে সক্ষম হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে ১৬৬৩টি বুথের মধ্যে ১৫৯৯ বুথে জয় পেয়েছে পদ্ম শিবির। ৬৪টি বুথে এগিয়ে যেতে পেরেছে বিরোধীরা। বিধানসভা কেন্দ্রের হিসেবে ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটে সব কয়টি বুথেই বিরোধীদের পেছনে ফেলার লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্মীদের এমনই বার্তা দিয়েছেন।
প্রার্থী নির্বাচনের কাজেও অনেকটা এগিয়ে গেছে পদ্ম শিবির। এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে আগামী কিছুদিনের মধ্যেই কমিটি ঘোষণাকরতে চলেছে প্রদেশ বিজেপি। ওই কমিটির তত্ত্বাবধানে তালিকা চূড়ান্ত হবে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই পদ্ম শিবির প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বলে জানা গেছে। বিজেপির সূত্র জানান, জুলাই মাসের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ঘোষিত হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ইতিমধ্যে দুই দফার বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করে নিয়েছে শাসক শিবির। প্রতিটি পঞ্চায়েত দখলের লক্ষ্য নিয়ে মাঠ ঝাপাতে চলেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষস্থানের নেতাদের। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আসন্ন
পঞ্চায়েত ভোটে দলীয় অবস্থান স্থির করা হবে। আসন্ন ভোটে বিরোধীদের বিভ্রান্তি তৈরির সুযোগ দিতে চাইছে না শাসক শিবির। এদিকে পঞ্চায়েত ভোটের তৎপরতার পাশাপাশি প্রদেশ বিজেপির শীর্ষ পর্যায়ের সাংগঠনিক তৎপরতাও শুরু হয়েছে।জুলাই মাসের মাঝামাঝি সময়ে বর্ধিত আকারের কার্যকারিণী বৈঠক করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে পদ্মশিবির।বর্ধিত পরিসরে এই রাজ্যস্তরের বৈঠক করতে চাইছে শাসক শিবির।যার জন্য মণ্ডলস্তরের নেতাদেরও ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

1 hour ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

2 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

2 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

3 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

3 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

3 hours ago