দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নয় বছরের নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল (৩২) নামে এক বিবাহিত যুবককে বৃহস্পতিবার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে। ঘটনার স্বল্প সময়ের মধ্যে যথোপযুক্ত বিচার হওয়ায় স্বস্তি সব মহলে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ২ জুলাই দিনের বেলায় নয় বছরের নাবালিকা কন্যা পার্শ্ববর্তী রাকেশ পালের বাড়িতে দুধ আনতে যায়। এই সুযোগে রাকেশ পাল ওই মেয়েটিকে একাধিক স্পর্শকাতর জায়গায় এবং গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এই ঘটনা নাবালিকা বাড়িতে গিয়ে তার মাকে জানালে সঙ্গে সঙ্গে নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় রাকেশ পালের বিরুদ্ধে মামলা করে।
বিলোনিয়া মহিলা থানা অভিযোগ হাতে পেয়ে সাথে সাথেই রাকেশ পালকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ঘটনার কুড়ি দিনের মাথায় মহিলা থানার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি), ৫০৯ এবং পকসো আইনে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেশ। আদালত চার্জশিট পেয়ে এরই মধ্যে দশজনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। সাক্ষীর সাক্ষ্যবাক্য শেষে রাকেশ পাল কে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি) ধারায় রাকেশ পালকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ১৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের হাজত বাসের নির্দেশ দেয় বিচারক। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক এবং সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…