নয়া নিয়োগ, সাংবাদিক বিমা; জানালের তথ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য নির্বাচন দপ্তরে ১৮ জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। একই সাথে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৬,০৬৭ জন স্পেশাল এজিকিউটিভ নিয়োগ করা হবে। তাদের সাম্মানিক ভাতা হবে মাসিক এগারো হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন রাতে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা চিন্তা করে তথ্য ও সংস্কৃতি দপ্তর ‘ত্রিপুরা হেলথ ইনশিয়োরেন্স স্কিম- 2022′ চালু করেছে। এই বিমা প্রকল্প অনুসারে প্রত্যেক সাংবাদিক তিন লক্ষ টাকা করে বিমার সুবিধা পাবেন। ত্রিপুরা হেলথ ইনশিয়োরেন্স স্কিম – ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৭ অক্টোবর তথ্য ও সংস্কৃতি দপ্তর পরিষেবা প্রদানকারী সংস্থা বা এজেন্সি নির্বাচনের জন্য টেণ্ডার আহ্বান করেছে। আশা করা যায় নভেম্বর মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হবে। ২১ থেকে ৬৫ বছর পর্যন্ত কর্মরত সাংবাদিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এতে রাজ্যের পাঁচ শতাধিক সাংবাদিক লাভবান হবেন। এই লক্ষ্যে রাজ্যে কর্মরত আরও প্রায় ৩২৩ জন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। বিমা সুনিশ্চিত করার জন্য প্রদেয় প্রিমিয়ামের শতকরা ৮০ ভাগ টাকা দেবে রাজ্য সরকার আর ২০ ভাগ টাকা দেবে বিমার সুবিধাভোগী সাংবাদিক। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্বল্পমেয়াদি চারটি কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে গত ২০ সেপ্টেম্বর ২০২২। প্রত্যেকটি শর্ট টার্ম কোর্সের জন্য ১৫টি করে আসন রয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে- স্ক্রিন অ্যাক্টিং (৮ সপ্তাহ)-এ ২৭টি, ফিল্ম এপ্রেসিয়েশন (৪ সপ্তাহ) এ ৭টি, ফিল্ম প্রোডাকশন ম্যানেজমেন্ট (৪ সপ্তাহ)-এ ১০টি, নিউজ এনকোরিং, রিপোর্টিং অ্যাণ্ড নিউজরুম অটোমেশন (৪ সপ্তাহ)-এ ১৩টি। আবেদনপত্র জমা নেওয়ার পর স্ক্রুটিনি শেষে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার থেকে ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রথম ব্যাচের ক্লাস চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্য সরকার প্রত্যেকটি কোর্সে ৯০ শতাংশ ভর্তুকি দেবে। ছাত্র/ছাত্রীদের মাত্র ১০ শতাংশ কোর্স ফি দিতে হবে। ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কমিটি গঠন না হওয়া পর্যন্ত পদাধিকার বলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের অধিকর্তা হিসেবে কাজ করবেন। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের একজন যুগ্ম/উপঅধিকর্তা ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন।

Dainik Digital

Recent Posts

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

42 mins ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

2 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

3 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

4 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

4 hours ago