অনলাইন প্রতিনিধি :- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নেপালের বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান। শুক্রবার নেপালের ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ২০০ মিটার দূরে ছিটকে যায় বিমানটি।বিমানটিতে মোট ৫৫ জন ছিলেন। জানা যায়,নেপালের সংস্থা বুদ্ধ এয়ারের একটি ছোট বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। ভদ্রপুরে পৌঁছোনোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি হয়। পাশে ছিল নদী। নদীর একেবারে পাশে গিয়ে বিমানটি থেমে যায়। ঘটনার পরই বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।