নিজের সিদ্ধান্তে অনড় তিপ্ৰা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ শুক্রবার রাজ্যে ফিরে আসেন। টানা তিনদিন তিনি শাসক বিজেপির ডাকে সাড়া দিয়ে দিল্লীতে একাধিক বৈঠকে অংশ নেন বিজেপি নেতৃত্বের সাথে। কিন্তু কোনও ধরনের সুরাহা বাদেই এ দিন রাজ্যে ফিরে আরও একবার তার অবস্থান স্পষ্ট করলেন মথা সুপ্রিমো। জানিয়ে দিলেন, এ যাত্রায় অন্তত লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনও ধরণের আপোষ করবেন না তিনি ।দুপুরে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদ্যোত বলেন, শুরু থেকেই তিপ্রাসাদের কোনও অবস্থাতেই তিনি প্রতারিত করবেন না বলে জানিয়ে আসছিলেন। তিনি জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে বরাবরের মতোই আন্দোলন জারি রাখতে চান।এদিক থেকে যারাই তাকে লিখিত প্রতিশ্রুতি দেবে তাদের সাথেই তিনি একসুরে কথা বলবেন। কিন্তু প্রতিশ্রুতি না মিলাতেই এ দিন তিনি রাজ্যে ফিরে কড়া ভাষায় জানিয়ে দিলেন, ‘জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা। লেকিন ইসবার ওয়ান লাস্ট ফাইট তো জরুর করেঙ্গে হাম ৷মথা সুপ্রিমো বলেন, প্রতিবারই নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে ডেকে নিয়ে কেন্দ্র থেকে নানা টোপ দেবার চেষ্টা করা হয়। কিন্তু এবার নিজের অবস্থান থেকে কোনও অবস্থাতেই সরে দাঁড়ালেন না তিনি। বললেন,এর আগেও ঠিক একই কায়দায় আইপিএফটিকে তিপ্রাল্যাণ্ডের প্রতিশ্রুতি দেয় শাসক শিবির। কিন্তু গত পাঁচ বছরে এর কোনও ফল দেখা যায়নি।এ কারণেই লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনও প্রতিশ্রুতিতেই বিশ্বাস করতে চায় না তিপ্ৰা মথা। প্রয়োজনে একলা চলো নীতি মেনে নিয়েই নির্বাচনি ময়দানে তার দল ঝাঁপাতে প্রস্তুত বলে জানিয়ে দেন তিনি।যতদূর খবর, রাজ্যে এসে শাসক শরিক আইপিএফটির সাথেও একটি গোপন বৈঠক করেন বুবাগ্রা। সবকিছু ঠিকঠাক থাকলে বৈঠক শেষে রাতের মধ্যেই বেশ কিছু আসনে পাকা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে তার দল। মথা সূত্রে ‘ জানা গিয়েছে শনিবার পুরোপুরিভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তিপ্রা মথা। অন্যদিকে সামাজিক মাধ্যমে বুবাগ্রার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, যারা তাকে লিখিত প্রতিশ্রুতি দেয়নি,বরং তাদের বিরুদ্ধেই জয় হাসিল করে দেখাবে’ তিপ্ৰা মথা। এমনকী এককভাবে তার দল যে শুধুমাত্র পাহাড়ে সীমাবদ্ধ না থেকে সমতলেও ঝাঁপিয়ে পড়বে তাও স্পষ্ট করলেন। বললেন, কম করেও চল্লিশ আসনের কাছাকাছি প্রার্থী দিতে চলেছে তারপর দল।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…