নিষ্ক্রিয় ট্রাফিক যানজটে নাকাল রাজধানী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- এক সময়ের বিভিন্ন মেলা আয়োজনের সাক্ষী রাজধানীর চিলড্রেন্স পার্ক। কালক্রমে মেলার আয়োজন হাপানিয়ার ফেয়ার গ্রাউন্ডে সরে গেলেও তার স্মৃতি ও আমেজ আজও সবুজ রাজধানীবাসীর মনে। সে কারণেই আজও শহরের বুকে বিভিন্ন মেলার আয়োজনে মেতে ওঠে জনগণ। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ছোট বড় আয়োজনের সাথে সাথে তার পারিপার্শ্বিক রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটের সমস্যা। অভিযোগ, যানজটের কারণে জনগণ নাকাল হলেও তা সামাল দিতে দেখা মিলছে না ট্রাফিক কর্মীদের। বিশেষ করে সন্ধ্যা ঘনাতেই শহরের কেন্দ্রস্থলে মেলা প্রাঙ্গণের সামনে পথচারীদের যানজটের চরম দুর্ভোগ পোহাতে হলেও আশ্চর্যজনকভাবে তা নজর এড়িয়ে যাচ্ছে ট্রাফিক দপ্তরের। বিশেষ করে যত্রতত্র মা দাঁড়ানো গাড়ি, টমটম এবং রিকশার কারণে তীব্র হচ্ছে যানজট। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে যানজটে আবদ্ধ হয়ে তিতিবিরক্ত অবস্থা সাধারণ জনগণ এবং অফিসফেরত কর্মীদের।
এদিকে, শহরের মূল রাস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে দপ্তর নানান সময় লোক দেখানো অভিযান চললেও সেই সব অভিযান থেকে ব্রাত্য ধলেশ্বর, – রামনগর এবং জয়নগর সহ পারিপার্শ্বিক এলাকা এবং তার অন্তর্গত বিভিন্ন গলিপথ। এহেন অবস্থায় ধলেশ্বরের এক নিবাসী জানান, বিভিন্ন ছোট বড় যানবাহন পার্কিংয়ের জেরে প্রায়শ অবরুদ্ধ হয়ে পড়ছে এলাকার বিভিন্ন গলিপথ। এর জেরে অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ। বিপদের সময় আটকে যেতে পারে আপৎকালীন যানও। এদিন প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে অতিসত্বর সরু গলিপথে করা পার্কিংয়ের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলেন তারা।
এদিকে, মাস কয়েক আগে ঘটা করে শহরের বিভিন্ন রাস্তা বিভক্ত করা হয় পার্কিং এবং নো পার্কিং জোনে। কিন্তু সব এলাকায় সুস্পষ্ট চিহ্নিতকরণ এবং নিয়মিত তদারকির অভাবে জনমন থেকে বিস্মৃত বিভিন্ন পার্কিংয়ের স্থান। যত্রতত্র পার্কিংয়ের ফলে মূল রাস্তা সহ রাজধানীর পারিপার্শ্বিক বিভিন্ন রাস্তায় প্রতিনিয়ত যানজট থেকে মুক্তি দিতে প্রয়োজন নিয়মিত প্রশাসনিক তদারকি সহ বেআইনি পার্কিং বিরোধী অভিযান বলে দাবি তোলেন শহরবাসী।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

11 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

11 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

21 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

21 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

22 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

22 hours ago