অনলাইন প্রতিনিধি :-বিদ্যুতের বিল বকেয়া থাকার দরুন দিল্লির হিমাচল ভবন এবার নিলাম করার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাই কোর্ট। একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে ১৫০ কোটি টাকা বকেয়া রয়েছে হিমাচল প্রদেশ সরকার। প্রথমে ৬৪ কোটি টাকা বকেয়া ছিল। কিন্তু সেটা মেটাতে পারেনি সুখু সরকার। সেই বকেয়ার অঙ্কই এখন বেড়ে গিয়ে ১৫০ কোটিতে দাঁড়িয়েছে। সূত্রের খবর, লাহুল-স্পিতি এলাকায় চেনাব নদীতে ৪০০ মেগাওয়াটের সেলি হাইড্রো প্রজেক্টের সঙ্গে এই মামলার যোগ রয়েছে বলেই সূত্রের খবর।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদদেশ
নিলামে দিল্লির হিমাচল ভবন!
Leave a Comment