অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের দেয়া আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
আগামী এক মাসের মধ্যেই অমরপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অপারেশন থিয়েটার। যেখানে গর্ভবতী মায়েদের সিজারিয়ান ডেলিভারি করা যাবে।এই পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যে অমরপুর মহকুমা হাসপাতালে ব্যাপক প্রস্তুতি চলছে।
হাসওাতালে ইতিমধ্যে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন অজ্ঞানের চিকিৎসক দেওয়া হয়েছে।স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যেই মহকুমা হাসপাতালে আউটডোর পরিষেবা প্রদান করা শুরু করেছেন।
এই উপলক্ষে গত শুক্রবার মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কক্ষে বিধায়ক রঞ্জিত দাসের পৌরহিত্যে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাস সাহা,গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কমল রিয়াং,মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ সরকার সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আগামী এক মাসের মধ্যে অমরপুর মহকুমা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অমরপুর মহকুমা হাসপাতালটিকে ফ্রাস্ট রেফারেল হাসপাতালে পরিনত করার সর্ব সম্মত সিদ্ধান্ত রেজুলেসান আকারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। বৈঠক শেষে বিধায়ক, চেয়ারম্যান,সিএমও সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য,২০১৮’র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তৎকালিন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ও দলীয় প্রার্থী রঞ্জিত দাসের বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এটাও একটা ছিলো।
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…
অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…