নির্বাচনি ডামাডোলের মধ্যেই বাজারে মূল্যবৃদ্ধিতে অস্বস্তি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- নির্বাচনের ডামাডোলের মধ্যে নতুন করে বাজারে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। মূল্য বৃদ্ধি রোধে ও নিয়ন্ত্রণে রাখতে এখন সদর এনফোর্সমেন্ট টিমের অভিযানও বন্ধ। গত কয়েক লাগত দিনের মধ্যে বাজারে ভোজ্যতেল ও মনের মুগ ডালের মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেল ও মুগ ডালের পাইকারি ও খুচরো দুই ধরনের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাড়ছে চালের মূল্যও। রাজ্যের বৃহত্তর পাইকারি বাজার আগরতলার মহারাজগঞ্জ বাজারে শনিবার সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাচাই করে বাজারে নতুন করে মূল্য বৃদ্ধির প্রভাব দেখা যায়। বাজারে কোনও কোনও নিত্যপ্রয়োজনীয় জিনিসের নতুন করে মূল্য বৃদ্ধি হওয়ায় ক্রেতা সাধারণের অস্বস্তি দেখা দিয়েছে। নির্বাচনের ভরা মরশুমে প্রশাসন, খাদ্য দপ্তর, সদর এনফোর্সমেন্ট টিমের অফিসাররা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবে। তাই বাজারের মূল্য বৃদ্ধি রোধে ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে নজরদারি ও অভিযান করতে পারবেন না বলে নিশ্চিত হয়ে একাংশ অসাধু ব্যবসায়ী নানা অজুহাত তুলে ভোজ্য তেল, এ মুগডাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ। প্রশাসন, খাদ্য দপ্তর ও সদর এনফোর্সমেন্ট টিম যদি এখনই বাজারে মূল্য বৃদ্ধি রোধে ও নিয়ন্ত্রণে রাখতে আগরতলা সহ রাজ্যের সব – বাজারে কড়া নজরদারি ও অসাধু – ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ – না নেয়, অভিযান না করা হয় তাহলে – নির্বাচনের ডামাঢোলের মধ্যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি ঘটাতে পারে। ক্রেতা সাধারণ ও সংশ্লিষ্ট মহলের সেই আশঙ্কা। গত কয়েকদিনে বাজারে সবধরনের ভোজ্য তেলে পাইকারি মূল্য লিটারে দু’তিন টাকা বৃদ্ধি পেয়েছে। কোনও ব্র্যান্ডে আবার লিটারে চার টাকা বৃদ্ধি পেয়েছে। গত ৭ দিন আগেও মহারাজগঞ্জ বাজারে পাইকারিতে ইঞ্জিন তেলের মূল্য ছিলো প্রতি লিটারে ১৪১ টাকা। ৭ দিন আগে টেঙ্ক ব্র্যান্ডের পাইকারি মূল্য ছিলো প্রতি লিটারে ১২৬ টাকা। এখন ১২৮ টাকা নেওয়া হচ্ছে। রাণী ব্র্যান্ডের মূল্য ছিলো ৭ দিন আগে পাইকারিতে লিটারে ১২৬ টাকা। এখন নেওয়া হচ্ছে ১৩০ টাকা অন্যান্য সবজাতের ভোজ্য তেল তথা সরিষার তেলের মূল্য ৭ দিনে পাইকারীতে অনুরূপভাবে বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় খুচরো বাজারে ও খুচরো দোকানেও একই হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। ভোজ্য গল তেলের পাইকারি বাজার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুচরো বাজারেও সমভাবে মূল্য যন বৃদ্ধি ঘটায় ক্রেতা সাধারণের দুর্ভোগ বেড়েছে। শুধু ভোজ্য তেলই নয়, মুগ ডালের মূল্যও গত কয়েকদিনে আগরতলার পাইকারি বাজারে প্রতি কিলোতে ১ থেকে ২ টাকা বৃদ্ধি পেয়েছে। মুগ ডালের পাইকারি বাজার মূল্য বৃদ্ধি প্রক্রিয়ায় খুচরো বাজারেও খুচরো দোকানেও সেইভাবেই মুগ ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে। কেন আচমকা ভোজ্য তেল ও মুগ ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে টি পাইকারি ব্যবসায়ীরা জোতসই কোনও কারণ দেখাতে পারছে না। ব্যবসায়ীরা ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সঠিক কোনও কারণ দেখাতে না পারলেও তাদের দাবি রেশনশপে যখন গত অক্টোবর মাসে পুজোর মরশুমে কার্ড পিছু রাজ্য সরকার তথা খাদ্য দপ্তর ১ লিটার করে ভোক্তাদের ভোজ্য তেল দেয় তখন তার প্রভাবে বাজারে ভোজ্য তেলের মূল্যও অনেকটা কমে গিয়েছিলো। আবার রেশনশপে ন্যায্য মূল্যে ভোজ্য তেল দেওয়া হলেই বাজারে ভোজ্য তেলের মূল্য অনেকটা কমে নিচে চলে আসবে বলে পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের দাবি। তবে আবার কবে ন্যায্যমূল্যে রেশনে ভোজ্য তেল দেওয়া হবে সেই বিষয়ে খাদ্য দপ্তর এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বাজরে মশুরি ডালের মূল্য নিম্নমুখী। রেশন শপে খাদ্য দপ্তর ভোক্তাদের ন্যায্যমূল্যে মশুরি ডাল দেওয়ায় বাজারে তার প্রভাবে মশুরি ডালের মূল্য নিম্নমুখী।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

15 hours ago