নির্বাচনি টুকিটাকি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দিল্লীর আপ মন্ত্রীর ইস্তফা:-দুর্নীতি ইস্যুতে উত্তাল দিল্লী।জেলবন্দি দিল্লীর মুখ্যমন্ত্রী,উপমুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী।এ অবস্থায় আপের এক মন্ত্রী রাজ কুমার আনন্দ বুধবার ইস্তফা দিয়েছেন।তার মতে,দুর্নীতির সঙ্গে আপোষ করা তার পক্ষে সম্ভব নয়। আপ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ইস্তফা।মন্ত্রী অতিশীর দাবি,বিজেপি আপকে শেষ করে দিতে চাইছে।সঞ্জয় সিংয়ের দাবি, ইডি, সিবিআইকে ব্যবহার করে বিজেপি আপকে ভাঙতে চাইছে।

বাদ কিরণ,রীতা:-চণ্ডীগড়ে বিজেপির টিকিট পেলেন না কিরণ খের।অন্যদিকে, এলাহাবাদেও টিকিট পেলেন না রীতা বহুগুনা যোশী। চণ্ডীগড়ে বিজেপি প্রার্থী করেছে সঞ্জয় ট্যান্ডনকে। কিরণ খেরের পরিবর্তে। অন্যদিকে,এলাহাবাদে বিজেপি প্রার্থী করেছে নীরাজ ত্রিপাঠিকে রীতা বহুগুনা যোশীর পরিবর্তে। উত্তরপ্রদেশের মৈনপুরীতে সমাজবাদী প্রার্থী ডিম্পল যাদবের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে জয়বীর সিং ঠাকুরকে।পশ্চিমবঙ্গের আসানসোলে বিজেপি প্রার্থী করেছে এস আলুওয়ালিয়াকে।

তিরুবনন্তপুরমে দ্বিমুখী লড়াই : থারুর::-কেরলের তিরবনন্তপুরমের তিনবারের সাংসদ শশী থারুর বুধবার বলেছেন, তিরুবনন্তপুরমে ত্রিদলীয় কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।বিজেপি এই কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে প্রার্থী করেছে। বিজেপি প্রার্থী দিলেও তারা যে প্রচার করছে এতে কোনও সত্যতা নেই।একই সাথে এলডিএফ প্রার্থী পি রবীন্দ্রনকেও তেমন গুরুত্ব দিতে চাইলেন না তিনি।তবে বিজেপি বেশ প্রচার করছে বলে তার মত।

কমিশনের নির্দেশ:-নির্বাচন কমিশন বুধবার ফের পরিষ্কার নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে কোনও ব্যানার,হোর্ডিং বা কোনও ছাপানো নির্বাচন সংক্রান্ত প্রচার পুস্তিকায় প্রকাশক মুদ্রকের নাম অবশ্যই থাকতে হবে।নির্বাচন প্রচার সংক্রান্ত ক্ষেত্রে স্বচ্ছতা এবং দায়বদ্ধতার জন্যই এই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

হিমন্তকে একহাত নিলেন রমেশ:-আসামের মুখ্যমন্ত্রীকে প্রতারক বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। শ্রীরমেশের মতে, কংগ্রেস হিমন্ত বিশ্বশর্মাকে দেশব্যাপী পরিচিতি দিয়েছে।১৫ বছর মন্ত্রী ছিলেন তিনি।পরে বিজেপিতে শামিল হয়েছেন। তার মতো সুবিধাবাদী এবং প্রতারক রাজনীতিবিদ আমি দেখিনি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ।

সুকুর অভিযোগ:-হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু বুধবার বলেছেন, কংগ্রেস সরকার – অর্থ ব্যয় করছে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, রাজ্যবাসীর কল্যাণে।আর – বিজেপি অর্থ খরচ করছে বিধায়ক, সাংসদ কিনতে।কিন্তু এরপরও বিজেপির এই ঘৃণ্য রাজনীতি আমাদের রাজ্যবাসীর উন্নয়ন করা থেকে বিরত করতে পারবে না- দাবি সুকুর।

সমাজবাদীর ইস্তাহার প্রকাশিত:-ইস্তাহার প্রকাশিত হল সমাজবাদী পার্টির। ইস্তাহারে জাতপাত সেন্সাস, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান, অগ্নিপথ স্কিম বাতিলের মতো ইস্যুগুলি রেখে লোকসভা নির্বাচনে মাত দিতে চাইছে সমাজবাদী দল। সমাজবাদী পার্টি তাদের ইস্তাহারের নাম দিয়েছে “জনতা কি’ মাঙ্গ পত্র, হামারা অধিকার”।এ দিন সমাজবাদী পার্টির দলীয় সদর দপ্তরে শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশিত হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

7 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

8 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

9 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

10 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

10 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

11 hours ago