নিরাপত্তার দাবিতে রাস্তায় ধর্ণায় বসলো একটি পরিবার!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০২৩ বিধানসভা নির্বাচনের পর থেকে সিপিআই (এম) করার অপরাধে বার বার আক্রান্ত হয়েছে চানমারিস্থিত বিশ্বজিৎ লোধের বাড়ি। মঙ্গলবার গভীর রাতেও তার বাড়ির সামনে অবস্থিত দোকান ভাঙচুর করে লুট করেছে দুষ্কৃতীরা। এই অসহনীয় পরিস্থিতিতে তিনি এবং তার পরিবার এলাকায় থাকতে পারবে কিনা? এই প্রশ্নে মুখ্যমন্ত্রীর নিকট বিচার এবং নিরাপত্তা চেয়ে সোমবার পরিবার নিয়ে রাস্তায় ধর্ণায় বসেন। ধর্ণায় বসেছে তাঁর বৃদ্ধ বাবা, মা, ক্যানসার আক্রান্ত স্ত্রী, স্কুল পড়ুয়া কন্যা সন্তানরাও। বিশ্বজিৎ লোধ ১০,৩২৩ এর একজন চাকুরিচ্যুত শিক্ষক। বর্তমানে একটি অটো ভাড়া নিয়ে চালিয়ে কোনও রকম সংসার চালান। তাঁর ছোট ভাই বাড়ির সামনেই একটি ছোট দোকান করেন। মঙ্গলবার সেই দোকানটিও ভেঙে তছনছ করে দিয়েছে দুস্কৃতিরা। অভিযোগ, শাসক দলের আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় জনমনেও ব্যপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Dainik Digital: