অনলাইন প্রতিনিধি || হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের সামনে হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল সিবিআই।নোটিশের নির্যাস,কাল অর্থাৎ শনিবার সকাল এগারোটায় নিজাম প্যালেসে অভিষেককে হাজিরা দিতে হবে। শুক্রবার সিবিআই যখন অভিষেককে এই নোটিশ পাঠায়, তিনি তখন বাঁকুড়ার পাত্রসায়রে, তৃণমূলের ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচিতে। কিছুক্ষণের মধ্যে সেখানে তখন তার সভা শুরু হওয়ার কথা। কানায় কানায় ভরে উঠেছে সভাস্থল।সেখানেই অভিষেক ঘোষণা করেন, সিবিআই কাল তাকে তলব করেছে এবং তিনি সেই তলবে সাড়া দেবেন। নবজোয়ার কর্মসূচি অসমাপ্ত রেখেই বাঁকুড়া থেকে কলকাতায় রওনা দেন তিনি।তবে আবেগমথিত সংক্ষিপ্ত ভাষণে অভিষেক বলে যান, নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে কোনও রকম প্রমাণ মিললে তিনি ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করবেন।একই সঙ্গে ঘোষণা করেন, “বিজেপির কাছে মাথানত করব না।আজ যে জায়গায় থামছি, আগামী সোমবার সেই জায়গা থেকেই নবজোয়ার যাত্রা শুরু হবে।’অভিষেক বলেন,’যারা আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন তাদের সম্মান করি।যদি আমার বিরুদ্ধে কোনও প্রমাণ মেলে, আমি সেই বিচারপতিকেই বলব ফাঁসির আদেশ দিতে।’ বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন,“তৃণমূলের নবজোয়ার যাত্রাকে থমকে দিতেই এই নোটিশ পাঠানো হয়েছে।’অভিষেক বলেন, ‘সারদা,নারদা,কয়লা,গরু – কোনও মামলাতেই আমার বিরুদ্ধে কিছু পায়নি।ওরা আমার স্ত্রী,আইনজীবী এমনকি আপ্তসহায়ককেও ছাড়েনি।কিন্তু কিছুই পায়নি।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…