না ফেরার দেশে মালয়ালম চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা!!

অনলাইন প্রতিনিধি :- চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক শ্রীনিবাসন প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯। তাঁর প্রয়াণে দক্ষিণী সিনেমা হারাল এমন এক কণ্ঠস্বর, যিনি বিনোদনের আড়ালে সমাজের অসংগতি, ভণ্ডামি ও মানুষের দৈনন্দিন সংগ্রামকে স্পষ্ট ভাষায় তুলে ধরতেন। মধ্যবিত্তের টানাপড়েন, নৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক ও সামাজিক অসামঞ্জস্য—সবই তাঁর কলমে উঠে এসেছে গভীর ভাষায়। ফলে তিনি শুধু চলচ্চিত্রকার নন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেও পরিচিতি ছিল উনার।

Dainik Digital: