নাজিব রাজাকের স্ত্রীকে ৩০ বছরের কারাদণ্ড!

তিনটি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীর রোসমা মনসুরকে কারাদণ্ড দেওয়া হয়েছে । প্রত্যেকটি মামলায় রোসমাকে দশ বছর করে মোট ত্রিশ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক । তবে প্রত্যেক মামলায় সাজাই রায় ঘোষণার পর থেকে কার্যকর হওয়ায় রোসমাকে মোট দশ বছর কারাগারে থাকতে হবে। সাথে করা হয়েছে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা। এই জরিমানা দিতে ব্যর্থ হলে নাজিব রাজাকে স্ত্রীকে আরও ত্রিশ বছর কারাদণ্ড ভোগ করতে হবে । বৃহস্পতিবার রোসমাহকে ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করে হাইকোর্টের একজন বিচারক । তবে উচ্চ আদালতে আপিল এবং সেই আবেদন নিষ্পত্তি হওয়া পর্যন্ত রোসমার শাস্তি স্থগিত রাখার অনুমতিও দিয়েছে আদালত তাই আপাতত রোসমাকে কারাগরে যেতে হচ্ছে না । রোসমাহ মানসরের বিরুদ্ধে একটি সৌর শক্তি প্রকল্পের ১৮৭.৫ মিলিয়ন রিঙ্গিত ( ৪১ মিলিয়ন ডলার ) সমমানের আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি অভিযোগ আনা হয়েছিল ।

Dainik Digital: