নাকা চেকিং -এ উদ্ধার ব্রাউন সুগার!!

নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হল ব্রাউন সুগার। ঘটনা শনিবার তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এলাকাযয়। তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাবার পথে TRO1-D-4431 নম্বরের অটো গাড়িটি আটক করে চেকিং করতে গিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় ব্রাউন সুগার। গাড়ি চালকের নাম সুদীপ মালাকার। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়। পুলিশ তাকে আটক করেছে।

Dainik Digital: