নলছড়ে কড়া আক্রমণে ড: মানিক সাহা

এই খবর শেয়ার করুন (Share this news)

কোনও প্রকার হিংসার আশ্রয় নিলে কাউকে ছাড়া হবে না । রবিবার নলছড়ে বিজেপি যুবমোর্চার কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নলছড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী কিশোর বর্মণের সমর্থনে পোয়ংবাড়ি স্কুল মাঠে যুবমোর্চার কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপি শাসনে উন্নয়নমূলক কাজের উল্লেখ করে বলেন, রাজ্যে এবারের ভোট এক অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা ১৯৭৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাঝের পাঁচ বছর (১৯৮৮-১৯৯৩ পর্যন্ত) বা দিয়ে সিপিএম পঁয়ত্রিশ বছর রাজ্য শাসন করেছে। মাঝের পাঁচ বছর কংগ্রেস- টিইউজেএস জোট সরকার। প্রত্যেক নির্বাচনে সিপিএম দল জোট শাসনকালের খুন, গণহত্যার রেকর্ড বাজিয়ে প্রতিটি নির্বাচন বৈতরণী পার করেছে। আজ সেই দলই জোট গঠন করেছে। দুই/তিন জন নেতার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্যই এই জোট। কংগ্রেস দল আসনে নাকি তেরোটি আসন পেয়েছে। কংগ্রেস সিপিএমর জোট হওয়ায় বিজেপি লাভবান রয়েছে। এ যাবৎকাল এই দুই দলের গোপন প্রেম ছিল। আজ তো প্রকাশ্যে এসেছে। এই দুই দল বলছে রাজ্যে গণতন্ত্র নেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, গণতন্ত্র বলছে তারা প্রকাশ্যে প্রেম করতে
পারছে। গণতন্ত্র আছে বলেই বিভিন্ন দলের পতাকা উড়ছে। বিজেপি একটি সুশৃঙ্খল দল। এবারের নির্বাচনে দুদলের আসনই শুন্যে নেমে আসবে। এরপর কে কাকে মুখ দেখাবে ? এই প্রশ্ন ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনও যারা সিপিএম করছেন তারা চলে আসুন ডবল ইঞ্জিনের সরকার চালানো বিজেপি দলে। ডবল ইঞ্জিনের সরকারের একটির চালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপরটির চালক তিনি নিজে মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখনও রেলের বগি খালি রয়েছে, তাড়াতাড়ি বগিতে উঠে পড়ার আহ্বান জানান। বগির দরজা বন্ধ হয়ে গেলে আর কোনও কাজ হবে না । সিপিএম দলের কঠোর সমালোচনা করে বলেন, এই দল সন্ত্রাসে বিশ্বাস। করে। পশ্চিমবঙ্গে স্ট্যালিনের কায়দায় রাজনীতি করছে। খুন সন্ত্রাস ছাড়া রাজনীতি করেনি। সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিল কিন্তু পরিবর্তন হয়েছে তাও সিপিএমের কার্বনকপি বলে তিনি মন্তব্য করেন।পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বাংলাকে মিনি পাকিস্তান বানাবার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।সেই দলের নেত্রী ত্রিপুরায় আসছে ছয় শতাংশ ভোটের জন্য।সিপিএম ও তৃণমূল কংগ্রেস দলকে সন্ত্রাস ও খুনীর অপর নাম বলে তিনি মন্তব্য করেন।এই সভায় নলছড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী কিশোর বর্মণ বলেন, প্রেম, যুদ্ধ, নির্বাচন এতে লড়াইই শেষ কথা কিভাবে জিতলেন সেটা মুখ্য নয়। এক্ষেত্রে কোনও নিয়মনীতি চলে না। যখন যেভাবে দরকার সেইভাবেই কাজ করতে হয়। কখনও মহাত্মাগান্ধীর ডাণ্ডার ভূমিকায় আবার কখনও প্রয়োজন হলে সেই ডাণ্ডাকেই অন্যভাবে ব্যবহার করতে হবে। এতে যুবকরাই মুখ্য ভূমিকা নেবে। তিনি বলেন,নলছড়ের প্রার্থী কিশোর বর্মণ নয়। প্রত্যেক যুব কার্যকর্তাই প্রার্থী।নির্বাচনে জয়ী হবে। তিনি বিধায়ক নয়, একজন সেবক হিসাবেই নলছড়ের সেবা করতে চান। রবিবার এই সভায় বিধায়ক সুভাষ দেবনাথ,যুবমোর্চার জেলা সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

6 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

7 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

8 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

9 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

9 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

10 hours ago