নতুন ভোটারদের এপিক কার্ড প্রদান নির্বাচন কমিশনের

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গনতন্ত্রের মহান উৎসব হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনে প্রথম অংশ গ্রহন করে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আনন্দ ও অনুভূতি বেশ মজাদার। তাই নতুন ভোটারদের মধ্যে বেশ খুশি পরিলক্ষিত হয়। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। সেই নির্বাচন কে সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের হাতে ভোটের সচিত্র পরিচয়পত্র তুলে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য কমিশনাররা। অনুষ্ঠানে একজন বয়স্ক ভোটার ও একজন দিব্যাঙ্গ ভোটারকে সম্মানিত করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে সহ বিশিষ্টজনেররা। পাশাপাশি নির্বাচনের উপরে একটি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।

Dainik Digital: