লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড ইস্যুতে ব্যাপক হই হট্টগোল হয়েছে বৃহস্পতিবার। এ দিন বিরোধীদের অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে মাঝেমধ্যেই বাধা দিচ্ছিলেন লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী। পরে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এ নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন সভায় এবং প্রস্তাবটি ধ্বনীভোটে গৃহীত হয়। তার প্রস্তাবটি ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাধাদান ‘মিস কন্ডাক্ট’। সুতরাং অধীর চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদিও পরে স্পিকার অধীর চৌধুরীকে সাসপেন্ড করেন। তবে একই সাথে বিষয়টি লোকসভার প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিবেচনার জন্য। যদিও কংগ্রেস একে ‘অবিশ্বাস্য’ এবং ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যায়িত করেছে।কংগ্রেসের লোকসভার হুইপ মানেকর্মি ঠাকুর এদিন বলেন, মোদির বিরুদ্ধে প্রথমবার বলার জন্য লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী সাসপেন্ড। এটা ‘অবিশ্বাস্য’ অগণতান্ত্রিক। এ ধরনের একনায়কতান্ত্রিকতার নিন্দা জানাই। এটা লোকসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যে লোকসভায় বিরোধী কংগ্রেস দলের নেতাকে সাসপেন্ড করা হলো।এ দিন অবশ্য পরে বলতে ওঠে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, অধীর চৌধুরীর এটা অভ্যাস হয়ে গেছে এবং এটি খুবই দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী যখন বলছেন বারবার তাকে বাধা দিচ্ছিলেন তিনি। তিনি (অধীর) লোকসভার কংগ্রেস দলের নেতা। যে দল বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল। তাকে বারবার অধ্যক্ষ সতর্ক করছিলেন। কিন্তু তিনি তা শুনেননি।সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, অধীর চৌধুরী প্রতিবারই ভিত্তিহীন অভিযোগ আনেন। সরকারকে হেয় করতে চান তিনি। তার বক্তব্যের কোনও সারবত্তা নেই এবং তিনি ভুল স্বীকার করতেও রাজি নন। আমরা আজ তাকে ক্ষমতা চাইতে হবে বলে দাবি করেছিলাম। কিন্তু তিনি তা করেননি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছিলেন তখনও অধীর চৌধুরী একই ব্যবহার করছিলে।অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন অধীর চৌধুরীকে কটাক্ষ করতে গিয়ে বলেন, অধীর চৌধুরীকে কেন অনাস্থার উপর বিতর্ক থেকে কর্নার করে রাখা হল? কলকাতা থেকে কী কোনও ফোন এসেছিল?
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…