নকল উকিল সেজে চুরি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গত ১৮ ডিসেম্বর রাজধানীর চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা সঞ্জয় সাহার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার চুরি যায়। চুরির ঘটনা তিনি পুলিশে জানান। পুলিশ তদন্তে জানতে পারে এই চুরির ঘটনায় নিজেকে উকিল পরিচয় দেওয়া বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি জড়িত। পরবর্তীতে অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ উড়িষ্যাতে পালিয়ে যায়। কিন্তু পুলিশ ওর গতিবিধির উপর নজর রাখছিল। বুধবার রাজ্যে ফিরে আসতেই পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি যাওয়া প্রায় ৬ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে এবং আরো কেউ চুরির ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা জানার জন্য রিমান্ডের রিমাইন্ডের আবেদন করবে। জানান সদর এসডিপিও অজয় কুমার দাস।

Dainik Digital: