বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশের শ্লোগান-ই হউক, অথবা এডিসি প্রশাসনের জনজাতি উন্নয়নের গাল ভরা গল্পই হউক, সব-ই যেন বাস্তবিক অর্থে অশ্ব ডিম্ব প্রসব করে চলেছে। একটু প্রত্যন্ত এলাকার দিকে দৃষ্টি দিলেই এই বিষয়গুলো জলের মত পরিষ্কার হয়ে যায়।
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুংগিয়াকামী আরডি ব্লকের লক্ষ্মীপুর এডিসি ভিলেজের জনজাতি অধ্যুষিত গ্রাম বাঁদরাই পাড়া।
আধুনিক সমাজের প্রায় সব প্রকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কোনও সুবিধাই আজ পর্যন্ত গ্রামে প্রবেশ করেনি।
গোটা এলাকার মানুষ আর্থসামাজিক নানা সমস্যার মধ্য দিন কাটাচ্ছেন।সরকার যতই দাবি করুক সবার কাছে ঘরের সুবিধা পৌঁছে দেওয়া গেছে, সার্বিকভাবে সবার বিকাশে কাজ চলছে। এই বাদরাই পাড়া জনজাতি গ্রামটি যেন সরকারের যাবতীয় দাবীকে পরিহাস করছে। সেই সাথে বাস্তবটাও দেখিয়ে দিচ্ছে।
গ্রামের অনেকেই খোলাখুলি জানালেন, তাদের জবকার্ড নেই। রেশনিং সুবিধা থেকে বঞ্চিত। ফলে সরকারি ঘর তাদের ভাগ্যে জোটেনি। জঙ্গলই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। প্রশাসনিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। অথচ সরকার সবকা সাথ – সবকা বিকাশের কথা ঢাক ঢোল বাজিয়ে প্রচার করে চলছে। বাস্তবে উন্নয়নের ছবি তো দেখাই যাচ্ছে।
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…